সোমবার, ১ অক্টোবর, ২০১২

পার্থপ্রতিম রায়

ঋপণ আর্য-এর কাব্যগ্রন্থের আলোচনা করলেন
পার্থপ্রতিম রায় 

প্রত্যাবর্তনের সথে আমি


আমাদের নিজস্ব বুদ্ধিবৃত্তিক বৈচিত্র্য অনুযায়ী ইন্দ্রিয়জাত অনুভূতির বিশ্লেষণ করে থাকি। 'এলিমেণ্ট', ' বৈপরীত্য', ' ভাবনা' - এই সবই ঘোরগ্রস্থ দৃশ্যের বায়োস্কোপ । আসলে কবিতা হল একটা স্বাধীন সচলায়তন। এই অশরীরী সেলফরিওয়াডিং সিস্টেম ঈশ্বরের অন্যান্য সৃষ্টির চেয়ে শ্রেষ্ঠ। আর 'মুহূর্ত' হল এই সিস্টেমের কর্ণধার। একটা আড্ডায় ঋপণদা ক্যাপ্টেনকে বোলে- "লক্ষবছর পাড় হলেও তোর সঙ্গে আমার সম্পর্ক থাকবে" - এই হয়তো মুহূর্তযাপন... 'মোমবাতি ও স্বপ্নের প্রত্যাবর্তন' বইটিতে 'সময় ও মুহূর্ত' নিয়ে খেলার প্রবণতা। খেয়াল করলে দেখা যাবে কবিতাগুলিতে অসম্ভব মুহূর্তের যত্নছাপ। যেমন- " সিঁড়ির ভাঁজে ভাঁজে তির্যকরেখা, ভাঙা কাঁচের গুঁড়োর মতো /অহংকার... সরলরেখা হয়ে খোলা দরজায় আত্মমোচনে / শিখে নেয় চুম্বনের বুনন ! ..." । আবার- " কিছু সত্যের ভুমিকায়, কিছু মিথ্যের প্রশয়ে / প্রতিশ্রুতিরা দেওয়াল-লিখন হয়ে যায় । / যার সাশ্রয় মুল্য নেই, তার অধিকার মূল্য / আমাদের গ্রাস করে... " - বাস্তবতার সংজ্ঞা নির্ধারণে ব্যর্থ মানুষকে এই বাক্যগুলির মাধ্যমে একীভূত করা যায় । এরপর ৬ থেকে ১০ নম্বর কবিতাগুলিতে, কবিতার ছায়াখণ্ডগুলি ছায়াছবিতে পরিনত । ভাবনার ভিতর 'ঘোর' সময়কে আবদ্ধ করে রাখে, এই অসাধারণ যাপন প্রকাশে কবি ও পাঠকের মধ্যে যোগসুত্র স্থাপন করে। জীবনের প্রবাহমানতায় ছোটখাটো গুরুত্বপূর্ণ মুহূর্ত টুইস্ট এনেছে কিছু কিছু কবিতায় ; যেমন-- " পাঠক" কবিতায়- “ ফিনিক্স হয়ে মরে/ কুয়াশায় সমুদ্রের/আলো হেঁটে গেছে...' ; "কাহিনি বন্ধু ছিল" কবিতায়- “ কাহিনি মরচে ধরা, জানালার শিকে চোখ গলে যায় / তবে কি চোখ অ্যাসট্রে, খুনির মতো মৃত্যুকুড়ায় !...' এছাড়াও 'কেলাসিত সূত্র', 'প্রেম বিষয়ক অন্য গল্প' কবিতায় ভাঁজকাটা অনুভূতি আমার সঙ্গি হয়, যা যুগপৎ আনন্দের প্রলেপ । আর "ফেরা" কবিতাটি আমার একটি প্রিয় কবিতা হয়ে থাকলো, অন্তর্ভেদী এই কবিতাটি আসলে নিজেকে ভেঙেচুরে উপলব্ধি করার প্রচেষ্টা অথবা অজানা ইশারায় নিজের সম্পূর্ণতাকে বাড়ায় । টুকরো টুকরো জীবনের ছবি নিয়ে তৈরি হয় আবছা অবয়ব । "...... স্বপ্নের প্রত্যাবর্তন" দেখার সময় আমার ভাবনার দরজা খোলা রাখি; কিন্তু ভাবনা থেকে / "প্রত্যাবর্তন" গুলো একটু বেশি সচেতন । অনুভূতির সৌন্দর্যময় পুলকবোধ মনকাড়ে রঙিন স্বপ্নের জগতের দিকে ... "প্রেম- মুহূর্ত- অনুভূতি আসলে আমাদের অতিপরিচিত আবার অতিঅপরিচিত দৈত-চেতনা..."


মোমবাতি ও স্বপ্নের প্রত্যাবর্তন ▀ ঋপণ আর্য ▀ অভিযান পাবলিশার্স ▀ মূল্য- ১৫ টাকা