সোমবার, ১ অক্টোবর, ২০১২

পৃথা বারি









-তুমি মৎস্যশ্রেণির যৌগ।

-আমি নরকের লোভে লোভে উল্লাস খুঁজে বেঁধে রাখিচুরাশি হাজার কারাগারে!
-তুমি শত্রুজীবী, নরখাদক।
-আমি উটের মাংসে ক্যাকটাস গেঁথে পুজো করেছিসাহারা প্রান্তরে!
-তুমি আত্মকামী, ধুরন্ধর।
-আমি আয়নায় শুধু লিখতে চেয়েছি– ‘আমি’ ‘আমি’ ‘আমি’; আমিই প্রাচীন হন্তারক!
-তুমি দীর্ঘজিহ্বা শ্যেন।
-আমি শেষনাগজাত মণির ধাঁধায় হারিয়ে ফেলেছিস্যমন্তক!
-তুমি অহংকারী মূর্খ।
-আমি কনুইয়ের ডানদিক থেকে চোখ বুজে গিয়েআকাশকে ছিঁড়ে নিয়েছি!
-তুমি যেই হও, তুমিক্লান্ত।
-আমি ক্লান্ত।আমি হঠাৎ, আমি হঠাৎকোনো তোষকের নীচে, সাগরেরপারে, শামুকের পিঠে নিরামিষ চেনা শয্যায় ভেঙ্গে গেছি!