মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৩

ধারাবাহিক – সুবীর সরকার

এপিটাফ
সুবীর সরকার



৩৮।


এইভাবে একপর্বে গানমাষ্টার কিংবদন্তির মত হয়ে ওঠে।হারাতে হয় নিজনাম।তার গান, গায়নভঙ্গি কণ্ঠের জাদু তাকে লোকপ্রিয় করে তলে।উত্তীর্ণ হয় গানমাস্তারে।গৌরিপুরের রাজার বেটি নিহারবালার ডাকে সে ঘুরে বেড়ায় গৌরিপুর আভয়াপুরি গদাধরের ভূগোলে ভূগোলে ।কত গান কত বাদক গিদাল লোক মানুষের উত্তাপ তাকে অঙ্গে মাখতে হয়।সে সব বড়ো যুদ্ধের সময়কালের।ঐ যেবার বোমা পড়ল।হিটলারের নাম প্রথম যেবার শুনল গানমাষ্টার।আর গরুর গাড়ির নিচে শীত রাতের লণ্ঠন দোলে ভয় ও ত্রাসে। মানসীর বাড়িত মানসী নাই সুকান দিঘিত পানি নাই



৩৯।

এইভাবে একটানা আমাকে শুনে ফেলতে হয় আখোড়টি।গানমাস্টারের গল্পটি।১৯৪৫ এর পৃথিবী ২০১৩ তে এসে থমকে দাড়ায়।তখন টাড়িবাড়ি বাতাস আকাশ রাজাজোতদার শিকারটিকার দোতরাসারিন্দার দীর্ঘ পরিভ্রমণ সাঙ্গ হতে না চাইলেও ইতিহাসপুরানকে নুতনভাবে জাগিয়ে তোলার প্রয়াস সচেতনভাবেই জারি থাকে।দূরের মাঠ নদি থেকে হাওয়া আসে। হাওয়ায় জাগে শত শেয়ালের ডাক।মাঘনিশিথের ককিল।জিনপরিময় সময়ক্রম।সব কিছু না সরিয়েও বুঝে নিতে পারি কোথাও বিনির্মিত হচ্ছে নিম্নবর্গীওদের ইতিহাস,য়ার ভিতর বাদ্য বাজাতে বাজাতে হেঁটে আসছেন আমোদিত এক গানমাস্টার।