মৃত্যু এবং তাৎক্ষণিক ঝুঁকি
অনির্বাণ চট্টোপাধ্যায়
চিতাকাঠে আঁকা থাকে-
ফুল, ফল, নাম, দেশ আর একটা কুঠুরি
হাওয়া বয়, আলো নাচে দু’শোছটি অঙ্কে
আগুন সাজায় রথ
একটু দূরে দাঁড়িয়ে,
ভাই, বোন, আজ-কাল-পরশুর হাঁটাপথ
কাঁকড়-কাঁটা-বিছনো এইটুকু অতিক্রম,
সাধ্য- ক্ষমার কাতারে।
এতোখানি বেড়ে ওঠা-
শুধুই পোকাসত্যকে সার্থক করতেঃ ঝাঁপ,
পদ্ধতিতে মানিয়ে নিতে এইটুকু থামুনি
মাথা মাটি থেকে উঁচু।
ভেসে চলেছে আত্মীয়মুখ পরিযায়ী
তেষ্টা নিভেছে জলে- উড়েছে প্রজাপতি।
অনির্বাণ চট্টোপাধ্যায়
চিতাকাঠে আঁকা থাকে-
ফুল, ফল, নাম, দেশ আর একটা কুঠুরি
হাওয়া বয়, আলো নাচে দু’শোছটি অঙ্কে
আগুন সাজায় রথ
একটু দূরে দাঁড়িয়ে,
ভাই, বোন, আজ-কাল-পরশুর হাঁটাপথ
কাঁকড়-কাঁটা-বিছনো এইটুকু অতিক্রম,
সাধ্য- ক্ষমার কাতারে।
এতোখানি বেড়ে ওঠা-
শুধুই পোকাসত্যকে সার্থক করতেঃ ঝাঁপ,
পদ্ধতিতে মানিয়ে নিতে এইটুকু থামুনি
মাথা মাটি থেকে উঁচু।
ভেসে চলেছে আত্মীয়মুখ পরিযায়ী
তেষ্টা নিভেছে জলে- উড়েছে প্রজাপতি।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন