দুটি কবিতা
১.
তাও তো ভালো ছিলো
যখন দূরেই ছিলে প্রিয়।
এখন ভীষণ কাছে তবু,
কেমন অপাঙক্তেয়,
কোন বেদনায় বৃষ্টি উঠোন ধন্য করে পড়ে?
তোমায় নিকট পেতে কিন্তু ইচ্ছে বেদম করে,
গন্ধে, সুখে, দৃষ্টি
শ্রুতি সমস্ত ইন্দ্রিয়।
তখন বোধহয় ভালোই ছিলো
দূরেই ছিলে প্রিয়।
একতরফের বৃষ্টি উঠোন, ছিটের বেড়া, সঙ্গসুখ
ওষ্ঠ শুকোয়, শুকোয় নাসা, কর্ণ এবং আমার মুখ
সমস্ত ইন্দ্রিয়রাও বোঝে, কেমন
অতীন্দ্রিয়
সেই তো ছিলো ভালো যখন দূরেই ছিলে প্রিয়।
২.
হিংসায় হলুদ বর্ণ, ডোরাকাটা
গায়ে,
চলেন পশুর রাজা, চলে চারপায়ে।
কি বিচিত্র কি গতি, লোভে অন্ধ
চোখ
সকলই কামনা করে, সবই তার হোক।
হিংসায় হলুদ জামা রাস্তা দিয়ে হাঁটে,
সমস্ত গল্পের জট লাগে এসে ঘাটে,
সমস্ত খাতাতে তাই লিখি অন্যনাম,
হিংসায় হলুম জামা তোমাকে বললাম!
কি বোঝাচ্ছে কি বোঝে কি সহজ কি মানে?
কি কথা বলছে গাছটি আমাদের কানে?
হিংসায় হলুদ ফুল, পথিপার্শ্বে
ফোটে,
কত কি বোঝাতে চাচ্ছে কলমে ও ঠোঁটে।
কিছুই বুঝিনা। ফুল, শব্দ ও
লেখারা
সমস্ত মাথাতে আছে,
সমস্ত চেহারা।
হিংসায় হলুদ লেখা হলুদে সবুজে,
কি বোঝাবে তোমাকে, কি বোঝাবে
অবুঝে?
সমস্ত কবিতা তাই সব সর্বনাম,
হিংসায় হলুদ জামা, তোমায় দিলাম।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন