যুদ্ধ
শেষ হয়নি
যুদ্ধ শেষ হয়নি এখনও
কত কাজ বাকি
সবে সকাল হতে চলেছে
গাছে গাছে গান গায় পাখি
কান পেতে শুনি তার কাতরতা
তীরবিদ্ধ শরীরে এখনও সুরের কষ্ট ।
সেই বেদনার অভিমুখ ধরে
চল হেঁটে যাই ভয় কি ?
মানুষ তো ভ্য় কে জয় করে পথ চলে
যায় এক যুদ্ধ থেকে অন্য এক যুদ্ধে
যুদ্ধ তো শেষ হয়নি এখনও ।
স্মৃতির ডিনার টেবিলে কাজু
উন্মুক্ত মেঘ সরে গিয়ে নীল আকাশ
সেদিকে তাকালে মনে হয় লড়াইটা
বোধহয় খুব একটা কঠিন নয়
জলস্পর্শ করার অনেক আগেই
যুদ্ধ শুরুর জন্য প্রস্তুত হতে হয় ।
এই ইতিহাস লেখা হয়ে গেছে কবে
আবারও যে নতুন করে লেখা হবে
যুদ্ধ শেষ হয়নি বলে লেখা হবে !
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন