সোমবার, ১৬ জুন, ২০১৪

কবিতা – মানব বিশ্বাস

বর্ণহীন শব্দ   




একটু একটু করে তুমি

তুলে আনছ সকাল

বুকের আকাল কী খুঁজছে

দর্শন এখন তুমি আলেয়া

বর্ণহীন শব্দ

ভিজে শরীর ক্ষুধার্ত

চাঁদ আঁকছে

দিন রাত্রি দুপুর।