সোমবার, ১৬ জুন, ২০১৪

তিনটি কবিতা – ব্রততী চক্রবর্তী

জৈবনিক সংশ্লেষ




চাপ চাপ ধবধবে সাদা বরফ

রক্তশূন্য কলজের মত নিঃসাড় আর নিঃস্ব

কিছু মরা বিশেষ্য বেখেয়ালে কষ বেয়ে গড়ায়






উত্স থেকে শুরু

মন্ত্রমুগ্ধ

জমাট রক্ত

কাঁচা ফুল

আর অসময়ে

এক্কা-দোক্কা






মগজ জুড়ে ডেঁয়ো মাছির ভন ভন

হৃদকমলে ব্রহ্মার বদলি

সোনার হরিনের জন্য আকুলি-বিকুলি অব্যাহত !





শব্দ ছক





পুরনো শব্দগুলো ফিরে ফিরে আসে

একঘেয়েমির স্থির প্রতিচ্ছবিতে

কপিকলে অপুষ্টির জীর্ণতা নিয়ে,

রিফু শিল্পের বিচিত্র উদাহরণে ।

রেল স্টেশনের ধুলো মাখা বাচ্ছাগুলোর মত ঘ্যানঘ্যানে -

সেঁটে থাকতে চায় ইচ্ছার বিরুদ্ধে,

কুয়োর জলে এখন

সিঁদ কাঠির এলোমেলো হাত-পা ছোড়া আর

অজস্র বিরক্তি কার্নিশে, শার্সিতে আর ঝুল বারান্দায়;






শব্দ ছক




কিন্তু আমি নতুন শব্দ চাই

জিভ পোড়ানো বেগুনির মত গরম

আর লোভনীয় !

নতুন নোটের মতো  - কড়কড়ে চকচকে

এবং বিনিময় বিশারদ !

উস্কে দিতে পারে যেন স্তরে স্তরে পাট ভাঙ্গা চমক !

চিরুনির মায়া তল্লাশিতে

আলমারির কোণে গোঁজা

তেমন এক কলিচুন  আলো

কখনো আড়মোড়া ভাঙ্গবে কি

এই নৈশ আয়োজনে !!