এবং তুমি
এবং
তুমি
সদ্যজাত
পুত্র সন্তান
হসপিটাল
বেডে তুমি মায়ের
পাশে
জন্ম
মুহুর্তে উপস্তিত থাকার
প্রবল ইচ্ছায়
তোমার
বাবা আর ঠাকুমা
তখন টিকিট কাউন্টারে
বোনগা
লোকাল, লাইন অনেক
হঠাৎ
তোমার বাবার বুকে হাত,
ঠাকুমা আগলে
ধরে বাবাকে
পাস
থেকে কটা ছেলের ছোটাছূটি
স্থানিয় ডাক্তার জানায়
– হার্টফেল।
আজ
তোমার জন্মদিন
বাবার
দেহ এখন ইলেকট্রিক
চুল্লিতে
অনেক
আশা আর স্বপ্ন
গনগনে আগুনে।
আজ
তোমার জন্মদিন
তুমি
পিতৃহীন
জন্মপঞ্জিতে পিতার
নামে ইশ্বর
আঘাত
আর প্রতিকুলতার রুদ্ধ
বলয়ে
তোমার
লড়াই শুরু
তোমার
দেখতে আসা নিকট
জনের হাতে
‘আহা
উহূ’ ব্যথা ।
এবং
তুমি
সদ্যজাত
পুত্র সন্তান।
1 comments:
কবিতায় একটা গল্প পড়লাম...
খুব ভাল লাগল।
একটি মন্তব্য পোস্ট করুন