সোমবার, ১ অক্টোবর, ২০১২

রূপম দে

প্রতিবিম্ব

গাঁজাখুরি লিখে পড়ে শিখে দেখে

আজগুবি ভাবি
গাঁথি এলোমেলো এবড়ো-খেবড়ো স্বর্গের প্রতিবিম্ব
গলি ঘুপচিতে খোপচা মারি অযথা
কারও ঠোঁট কারও পেট কারও কপাল কারও পুরো শরীর
ঝলসে যায় ঘৃণা ও প্রতিহিংসার দাপটে

নাড়িভরা খাদ আর লাশভরা ছাদে
জীবন্ত আহ্লাদ আর বিকৃত উৎপাতে
ফুঁকে দিই দুঃস্বপ্নের ধোঁয়া
পুড়ে উড়ে দূরে যাক, ঘুরে যাক, স্বার্থপর যত্ন
খেঁউড়ের প্রপাতে ভাঙি ইমারৎ-প্রত্ন

আপ্রাণ দৌড়চ্ছি - ন্যাংটা, উন্মাদ স্বপ্নে
কুঁকড়ে বাসছি ভালো দুর্ধর্ষ রাত্রি
ভারী বাতাসের প্রশ্বাসে নর্দমার বাস
পলিমাটি পড়ে দমছে অতীত গৌরব
কঠিন বাঁচাবাঁচি আর দুর্দান্ত ক্লোরোফিলে
লাথিমারা দৈনন্দিন চেখে নিতে থাকে পুরোনোভবিষ্যৎ !



1 comments:

DEBANJAN বলেছেন...

ak kothay........Unmad(not in bad seance).......sabdo chyon r binayas saeteee osadharon........