বুধবার, ১৪ নভেম্বর, ২০১২

অমিতাভ দাশ

ছেলেবেলা ২০১২


আতা গাছে তোতারা নেই
স্কুলের ক্লাসে তোতা
গজ্ গজ্ দিগ বিদ্যা ভরেই
মাথা হচ্ছে ভোঁতা...

কুমিরেরা বোর্ডে বসে
ফেলছে চোখের জল
পেরেন্ট-টীচার বিবেক-সাবান
আহা কি নির্মল!

ডালিম গাছ জিনিসটা কি
মৌ আবার কি হানি?
রূপকথা নয় পটার হ্যারি
একটু পরে নি?

ঠাকুর্মা তো বৃদ্ধাশ্রমে
ঝুলি তো দেখিনি?
টুনটুনির কি গল্প আবার
সে তো বাড়ির ঝি!

[প্লাস এটা ইউ নো... না?
বাংলা শিখিনি !!]