বুধবার, ১৪ নভেম্বর, ২০১২

হাসান রোবায়েত

হাসান রোবায়েত এর দুটি ছড়া


দস্যিছেলে

দুপুরবেলার দস্যিছেলে

দুপুর এখন সন্ধে
বলছে না কেউ কাজ ছেড়ে আজ
দস্যিপনায় মন দে।
কোথায় তোমার রাখাল ছেলে
কোথায় দস্যিপনা ?
মেঘের সাথে আর কি তোমার
হয় না বনিবনা ?
গাঁয়ের মানুষ কাটলো সেদিন
বুড়ো বটের গাছটা
মরলো পাখি জোড়ায়-জোড়ায়
টের পেলো না আঁচটা।

বিল মরেছে
চিল মরেছে
নীল গিয়েছে দূরে;
ঘর পুড়েছে
চর জুড়েছে
বিষাক্ত রোদ্দুরে।

রোদের গায়ে পাখনা

এবার সোনা আঁকনা!
ধর’না খুলে বাংলাদেশের
রুপোর থলের ঢাকনা।


স্বপ্নধরারফাঁদ



আমার কাছে চাস কী রে তুই

ধান নিবি না
পান নিবি রে
চাস কি যেতে
চান শিবিরে
হাটের মাঝে হাটুরে
কোথায় যাস কাঁঠুরে
চ্যাং দোলাতে
ব্যাং ভোলাতে
রঙিন পাতা
হরিণ ছাতা
আয় না তবে সোনাটা
শেখাই আপেল বোনাটা

ফুলের কাঁটা

মেন্দি বাঁটা
বৃষ্টি বাড়ি
তবেই আড়ি
আড়ি আমার মামা তো
পাঠিয়ে দেবে জামা তো
জামার হাতে বোতাম কই
সুই সুতো কি তারার সই?
রিম ঝিম ঝিম তারারা
উঠলো জেগে পাড়ারা
ঘুমের গাছে চাঁদ
আয় এখানে সাজাই তবে
স্বপ্ন ধরার ফাঁদ।