বুধবার, ১৪ নভেম্বর, ২০১২

চৈতালী গোস্বামী

ছড়ায় ছাড়খাড়


ইকির মিকির

চলছে জীবন ধিকির ধিকির
চাম চিকির
হাজাররকম ফন্দি-ফিকির
চন্দামামা আয় রে আয়
বুলবুলিতে ধান খেয়ে যায়
টিপ দিয়ে যা ঘাম কপালে
সাহস জোগাস ধাক্কা খেলে

মাসি-পিসি বনকা বাসি

ত্রস্ত মুখে মিলায় হাসি
টাপুর টুপু্র বৃষ্টি পড়ে
ক্ষিদার পেটে ভজন করে

আদুর বাদুড় চালতা বাদুড়

কলাবাদুড়ের বে
নিভন্ত এই চুল্লিতে আজ
একটু আগুন দে
দুই পাড়ে দুই রুই কাতলার
লড়াই বেঁধেছে
আবীর রঙে সাজছে বনে
ফাগুন লেগেছে
নোটন নোটন পায়রাগুলি
কোমর বেঁধেছে
এবার বুঝি টললো আসন
মানুষ জেগেছে।

আইকম বাইকম তাড়াতাড়ি

সব্জি দামে বাড়াবাড়ি
রেইন কাম ঝমাঝম
নেতার বুদ্ধি বড্ড কম।

আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে

গানের বোলে ডি.জে নাচে
ধেই ধাই ধাই ডিস্কোর ধুম
ক্লান্ত চোখের কাড়ল ঘুম

শিং তুলে সব হাট্টিমাটিম

মারছে গুঁতো, ফাটছে ডিম
ডিম ফেটে সব কেউটে সাপ
সাপের ছোবল, বাপ্‌রে বাপ।

পাগলা ঘোড়া ক্ষেপেছে

কোদাল ছুঁড়ে মেরেছে
কোদাল ছিল ভোঁতা
ফাটল তবু মাথা
লেফট রাইট ঠাকঠুক
নেতা খায় চা-বিস্কুট
আর কথা নয় নটেগাছ
গপ্পো আমার অন্ত আজ।


দেখে যাস বাপু রে



বাবুরাম সাঁপুড়ে
দেখে যাস বাপু রে
সাপ দুটি দিয়েছিলি
দিলো কোটি অণ্ড
অণ্ড ফুটে যত
কেঊকেটা বেরোলো
তাদেরই দাপটে
লণ্ড-ভণ্ড।

বলেছিলি চোখ নেই
সিং নেই, নখ নেই
এ যে এলে বেলে সাপ!
মারে নাকো ধুপ-ধাপ
তাই জেনে ঝুড়ি থেকে
বের করে গদীতে
যেই ক্ষণে বসানো
শুরু হ’ল শাসানো!!

ছোটে না, হাঁটে না
যুক্তিও খাটে না
কি যে করি!!
কারে ধরি!!
এই সাপ কেটে দিলে
হরিতেও রাখে না।

ত্রাসে ত্রাসে বনবাস
আয় বাছা, দেখে যাস
দুটি সাপ দিয়েছিলি
যারা দিল অণ্ড
তাদেরি দাপটে
সব শ্রম পণ্ড ।।