শনিবার, ৮ নভেম্বর, ২০১৪

কবিতা – তন্ময় ভট্টাচার্য



বিজ্ঞপ্তি
 তন্ময় ভট্টাচার্য

কাল দুপুরে অল্পঅল্প দাড়িওয়ালা কাউকে যদি কলেজস্ট্রীটে ঘুরে বেড়াতে দ্যাখেন,
সে আমি
আর আমার বন্ধু তন্ময়

বাকি সব রাস্তাঘাট ফাঁকা থাকবে ঘোষিত হয়েছে

সমস্ত বই-এর দোকানে আমরা পোকায় কাটা কুপনের মতো
অনর্গল ঢুকতে ও বেরোতে পারি
কেউ বাধা দেবে না

প্রেসিডেন্সির গায়ে ভোটের দাবি, কফি হাউসের এস.এফ.আই প্রতিবাদ
বিশ্ববিদ্যালয়ের 'ভেঙে দাও গুঁড়িয়ে দাও'
একদিনের জন্য হলেও বন্ধ থাকবে

অবশ্য পাতিরামের দোকানে ফ্যাসফ্যাসে গলার লোকটি
যথারীতি বসে থাকবেন এবং
যাই চাওয়া হোক না কেন, উত্তর দেবেন--  "নেই"

কাল দুপুরে সিগারেট থেকে ফুলের গন্ধ ও পুরোনো বইকেএর মার্কেট থে-
আবার কোনো সুবর্ণশ্রীর নাম ভেসে আসবে

আমি আর আমার বন্ধু তন্ময় তখনো ভেবে যাবো, কী না থাকলে শ্রীজাত'র কবিতা
এতো মায়াময় হতো না

চাইলে আপনিও তৃতীয় ব্যক্তি হিসেবে যোগ দিতে পারেন