শনিবার, ৮ নভেম্বর, ২০১৪

গুচ্ছ কবিতা - সরোজ দরবার




 

পর্ব  নিরঞ্জন

সরোজ দরবার


I believe  a work is good to the degree that it expresses the man who created it’- Orson Welles

()
মুগ্ধ টিপের সাজে মন হারিয়ে
দিনভর ল্যাদ খেল ঠান্ডা কফিশপ;

এরপর বিপ্লবে ছন্দ গরম হবে,
এরপরও বাকি আছে নন্দিত উৎসব

দূরবীন তবু উলটে গেলে ক্ষতি কী!
তাতে যদি হয়, তবে

হোক কলরব

()
প্রথমে অস্বীকার, পরে ভুলস্বীকার
তারপর প্রকাশিতব্য পুনরাবিষ্কার;

ট্র্যাডিশনের হক আছে সমানে চলার

চলছে তাইই, বৈদগ্ধ্যের ছদ্মবেশ
ভবিতব্যের বইখানা সঙ্গে সঙ্গে নিয়ে

সমাদৃত হবে যা অনেস্টির বিচারে
এবং সর্বাধিক প্রচারে

বেস্টসেলার।


()
প্রমাণিত হোক, জানুক লোকে
মহান কী করে হয় সুমহান

পুরস্কৃত হতে হতে হতে হতে
সুকৌশলে প্রচারিত হোক তবে

একখানা প্রত্যাখ্যান

()
ফুটপাথ সেজেছিল নতুন পোশাকে
ফুটপাথ জমেছিল বিদ্রোহী আঁচে

ঘটনা ফুটপাথ নয়,
সে সব যে তোমারই কল্যাণে
সেটাই ঘটনা;

ঘটনা সেটাই
যেখানে জড়িয়ে আছ তুমি
অস্বীকারে-বিরোধাভাসে-উদারতায়

সমক্ষে তাই তা প্রচারকামী,
যেনতেন দাবি করে নিঃশর্ত সমর্থন

ঘটনা এই, সকলই পারফরমেন্
প্রচারিত জনস্বার্থে

একটু অন্যরকম


()

প্রতিবার বিক্রিত হলে
জমে জনপ্রিয়তা মূলধন;

মূলধন যথেষ্ট হলে
শুরু করা যায় নিজস্ব ব্যবসা

দেওয়ালে দেওয়ালে শহর দেখে
না বিক্রির আর্টিস্টিক বিজ্ঞাপন।


()
দিনের আলোয় পায়চারী করে
গা ঢাকা রাতের ছায়ারা,
রাতের আঁধারে ফেরি হতে থাকে
স্বরচিত দিনের আলো

প্রতিটি দ্বিচারিতায় থাকছে নতুন শপথ
এভাবে, শপথে লাগছে পুরনো দ্বিচারিতা

গোধূলিতে কটাই বা পাখি ঘরে ফেরে!

সংখ্যাধিকের স্পনসর্ড আবাসে
সিএফএল জ্বলে সাশ্রয়ী ও স্বচ্ছ

আলোর অপেরা বহুদিন ঘরছাড়া,
ভোরের উৎসব থেকে দূরে।