শনিবার, ৮ নভেম্বর, ২০১৪

গুচ্ছ কবিতা - দীপান্বিতা সরকার




 

ফুলজান


             

ছোট্ট সবুজ গোলাকৃতি দ্বীপ
তার অন্দরে অন্দরে 
কত জল জঙ্গল কত জোনাকি জোনাকি পাড়া
পাড়া খুলতেই 
আসমানি যুবার ঘরে ঢুকে পড়ি
আচমকা তার ও তাহাদের মিলন দৃশ্যে 
খুন হওয়া চোখের পাতাদের
গল্প  হোক এবার
গল্প জমে জমে এক হাঁটু , বুক..
কোন দশমীবেলার সিঁদুরে
কোন বউদের সোহাগের খেলায়
আমি কোন জন্মের মরা ভূত
ঢুকে গেছি নিশ্ছিদ্র বিষক্রিয়ার ঘোরে 
সে এসে ছুঁলেই টের পেত
খসে পড়ার মুখে তারাদের
বসনহীন আরশির দাগ


               

বিষ তো শয়নকক্ষের মোমদানে
লিপি হয়ে ফুটে উঠতেই
ঝাঁপি ভরা জ্যোৎস্না 
তার বই পত্তরে ঠাসাঠাসি জ্যোৎস্না
এক ঘর কৃতকর্মের ডাকে
আমায় অফুরন্ত স্নান বেলা দিয়েছিল
জ্বর টর এসে নৌকোর ফাঁদ পাততেই
আমি কী নীল কী হলুদ শাড়ি
বিছিয়ে পানপাতা জোগাড় করেছি
সমস্ত এয়োতি চিহ্নে
পাশার দান পড়ে আছে 
আমশাখা দিয়ে ঘট জল ভরা ঘট
কে সাজিয়ে রাখছে কী বাতাস ধাক্কা দিচ্ছে
এই শুনশান অরণ্যে
               
                   


এ মত দশায় ফুলজান
তার এলোপাথাড়ি নিয়ে চুড়োয় ওঠে
কেমন স্বপ্নের মত এই গুনগুন ওই গুনগুন
বমিতে বমিতে মাখামাখি
চোবাও চোবাও বনতুলসির মালা সমেত
ওই হাঁ করা কুহরে
ওই নিস্পন্দ হায় নিস্পন্দ
হাত দিয়ে চেপে ধরে বাঁচিয়ে দিয়ে যেও
ঘোর অমাবস্যায় 
কলতলায় ভাঙা চাতালের প্রাণ