শনিবার, ৮ নভেম্বর, ২০১৪

কবিতা - ইন্দ্রনীল তেওয়ারী



সাংসারিক
ইন্দ্রনীল তেওয়ারী

আগুন ও অন্ধকারের বিরুদ্ধেও শত প্রাণ জেগে থাকে.

অথচ কুয়াশায় কুয়াশায় ঢেকে যায় জীবনের গান ,
জ্বলে যায় ক্রমশ আঁতুর ঘরচরিত্রের শক্ত ভিতে 
ছড়িয়ে পড়ে অন্তহীন মরুঝড় 
কুহকের কথা ঢুকে পড়ে জড়ানো বিছানায়
#
কিছু গন্ধ, কিছু স্বাদের, ছবি চোখে ভাসে 
নিস্থব্ধ আলোড়নের ভেতরে চুমু খায় 
দাউদাউ আগুন কাঠ
#
মৃত্যু ও হাহাকারের মধ্যবর্তী শুন্যতায় আমরণ বেঁচে থাকে সংসার .