শনিবার, ৮ নভেম্বর, ২০১৪

কবিতা - বৈশালী মল্লিক



নির্বাক কথকতা

বৈশালী মল্লিক


থেমে থাক রিক্ত কথকতা
থেমে থাক বর্ণহীন জীবন
উচ্ছলতার আর এক নাম
নির্বাক কথকতা।

নীরব রাতের চাদরে
শীতল কুয়াশা
কিছু বোধ অনাবিল দাগ কাটে
নির্ঘুম রাতে,
কবিতার অলিন্দে অলিন্দে
কুয়াশার হাতছানি।
উচ্ছলতার আর এক নাম
নির্বাক কথকতা।