শনিবার, ৮ নভেম্বর, ২০১৪

গুচ্ছ কবিতা - রিমি দে




মাছ বনাম মাছ

রিমি দে


১।


ছড়িয়ে যাচ্ছে মাছের আঁশটে

মাছের সঙ্গে রাবণের সম্পর্ক থাকতেও পারে
আবার নাও থাকতে পারে

ছড়িয়ে যাচ্ছে রাবণের আঁশটে
অনন্ত প্রাঙ্গণ

আমি এবং আমার কোড আনকোডের ভেতর!

২।


মাছ ও রঙের মত মাচের আভাস
রঙ ও মাছের আকাল
কিলবিল করছি
আগল খুলে দাঁড়িয়ে রয়েছে রাঙামাছ
এই পথ
দাঁড়িয়ে রয়েছে দিনরাত
মাছরাঙা ... !

৩।


জ্বলছে এবং নিভছে বেড়ালের গাঢ়নীল

মুখোমুখি মাছ ও বেড়াল গোল গোল
অন্ধকার খেলা
ডান হাতে মাছ
বাম হাতে বেড়ালের নীল
তরঙ্গ

জ্বলে উঠছি
নিভে যাচ্ছি

নীল এবং অর্থহীন লালে ...