শনিবার, ৮ নভেম্বর, ২০১৪

গুচ্ছ কবিতা - অতীন্দ্রিয় চক্রবর্তী




 

42 Divine Couplets

অতীন্দ্রিয় চক্রবর্তী


1.
মীনগন mean হয়ে রহিছে বিলীন
যেমতি শুখাডাঙে মার্টিন শীন 

2.
চলে ঐ রেগেমেগে মেনিমুখো শর্মা 
সেও জানে মায়ানমার আসলেতে বর্মা 

3.
মার্টিন শীনেদের চকমকে হিম
জ্যোৎস্নায় ঝলসায় কাদের ও ডিম?

4.
চম্বলে জানো, ভোম্বল আছে
কম্বল সহযোগে না উঠিও গাছে

5.
অজাচার ব্যাভিচার কত না আচার
কি উপায় কর জ্ঞানী গুনের বিচার?

6.
সর্বহারার সকল কাড়ি নিছে
চোলিকা পিছেতে নাচো বালিকা বিছে

7.
প্রেমের কাঙাল যত বাঙাল ও ঘটি
মাঝরাতে কি না সুখে পড়ে পানুচটি!

8.
ভিরকুটি গুটিশুটি আঁটসাঁটো মুখেরা
কালের গম্ভীরস্থল কলতানে মুখরা

9.
ক্ষতচিহ্ন সারি যায়, হতচিহ্নে চমকি উঠে প্রেত
মধ্যরাত্রে বিদ্যুৎচিরে ক্ষুব্ধখুলির ক্ষেত!

10.
সকলি যবে গান হবে
সকল জড়েও প্রাণ রবে

11.
বল্কল পড়ে অই কল্কল নদীপাড়ে দাঁড়ায়েছে নারী
সে'রাতে নিষিদ্ধনগরীতে বারুদ ও কার্ফ্যুর হিমার্ত আদমশুমারি

12.
পালিকাবাজারে রহে বালিকা বিছে
সেই সব স্বপ্নেরা মিহিমিঠা মিছে।

১৩.
ভুতে এসে মারলে গাঁড়
পাগলা জগাই পগার পার।

14.
ট্রামে চড়ে নাটা রায় চলিতেন বেহালায় আহা সে কি দিন ছিলো হায় রে
মেট্রোর উৎপাতে বেহালার থেকে আজ ট্রামসব উপড়িয়ে যায় রে

15.
লাফাচ্ছে ঝাঁপাচ্ছে যত তুর্কিচড়কিক্ষত
করাল ঝঞ্ঝায় ওড়ে পঙ্গপাল শতশত

16.
বৃন্দাবনে রহিতেন নাদুসনুদুস গঙ্গাধর বেনে
ভক্ত ছিলেন হিসেবমাফিক, রক্ত খেতেন নিয়ম মেনে

17.
সিনেমাতে মশগুল অসহায় পাব্লিক
চারিদিকে ঘুঘুডাঙা চিতা জ্বলে ধিকিধিক

18.
একদা সুপ্রভাতে শ্রী ডিকিবার্ডবাবু
মনোহর পুকুরের পাড়ে খেয়েছিলো দুধ-চিনি-সাবু

19.
দেবী তুষ্ট হইলে মিলিবে প্রসাদ
ঘুচিবে না তবু হায় দরদী বিষাদ

20.
হাওয়া বহে আসে বহুদূর হতে
মিশে যায় মুসাফির ক্ষীরনদীস্রোতে

21.
তদ্গত হাস্যে গদগদ লাস্যে
ঘোরে কতজন হায় গদিআঁটা চেয়ারের pass চে'

22.
চলমান অশরীরী চলিতেছে ঘুমন্ত শহরে
দুয়ারে দুয়ারে ঘুমায় প্রহরী একাকি জ্বলে বাতি ডুবন্ত প্রহরে

23.
বহু দূরে দূরে গম্ভীর বাড়ি ভবনদী বেগে বাহি
তারার আলোক ধরে ফিরে আসে যারা বসে থেকো তাহাদের পথ চাহি।

24.
ভাসবে যদি ভাসবে চলো হুলহুলিয়ে এসো
সঙ্গে এনো কাস্তে এবং ধারালভয়াল হেঁশো

25
ফন্দীরাজার সন্ধিদেশে পচছে হাজার কলার কাঁদি
বন্দীপ্রজার দুঃখে কাঁদুক স্পিরিচুয়াল ও বস্তুবাদী।

26
নিরেট আঁখরোট তুমি প্রণতি আভূমি
সুফলা সুফলা রেখো সতেজ মরশুমি

27.
বেহালার পোঁদের কাছেই ধকধকাচ্ছে সরশুনা
এটাও যারা জানেনা আহারে বেচারিরা বড়ো ঘরকুনা

28.
ক্রোধের শীতল বহ্নি জ্বলে আঁধারনিথর জঙ্গলে
ভয়েতে তোরা লুকাস না বাল, ছুটে আয় দঙ্গলে দঙ্গলে

29.
নার্সিসাস ও রবীন্দ্রনাথ খাচ্ছেন বসে পান্তাভাত
প্যাণ্টালুন্সে ধামসা বাজে হাড়হাভাত! সুপ্রভাত!

30.
হাট্টিমাটিমটিমের ডিমে
অমলেট হোক চাঁদের হিমে।

31.
পৌষের ধান উঠবে যখন সন্ধ্যায়
তখন উড়বে সীগাল যে বন্দরে মন ধায়

32.
ভুলিও না সে কিংবদন্তি
ভাটাচোখ ও নখরদন্তী

33.
ক্ষমা কোরো, ভার্গব, সম্ভব হলে
এই বলে চলাচল ছলোছল চলে।

34.

মধ্যরাতে চ্যাঁচায় প্যাঁচা বাদর বলে হুপ!
বাঁশবাদাড়ে টুশকিরাণী চাদর চেপে চুপ

35.
ফুল ফোটে ফল ফলে ওড়ে কত পাখি
ডাহুকী ডুকরে ওঠে fuzzyডাক ডাকি

36.
কত না রাজার দুয়ারে হেরি কত শিল্পীর বায়না
হরিনাথ ফকিরেরা কোনোদিন কোত্থাও আসন পায় না।

37.
রামনগরের রান্নাঘরে শ্যামবেনেগাল ঢোকে
শ্যামলা বেড়াল শামলা চাপায় নয়জীবনের শোকে

38.
ফুড়ুৎ এবং সুড়ুৎ স্যাঙাত গাইছে কলাবতি
কদলীকানন ডিঙোচ্ছে ঐ সতী এবং রতি

39.
মধ্যরাতে হৃদয় কাঁদে রূপচাঁদ! রূপচাঁদ!
চাঁদের ছায়ে দোদুল দোলে শ্যাওলামাখা চিলছাদ

40.
একাকি নও রে প্রাণ শুনো রে কথা
চুমা ধর চেতনায়, ঘুচি যাক ব্যাথা

41.
ধুতির তলায় নাচছে কেঁচো ছাদনাতলায় বধূ
বাণ্টু চেপে স্বপ্ন দ্যাখে যদু মধু ও চদু

42.
সুর্য ঢলে অস্তাচলে আকাশ খ্যালে সিঁদুর
মেঘের বুকে ঘণ্টা বাজে অযুত ব্যথায় বিধুর

একটা Free.

অধির অগস্ত্যশোক ছায়া হয়, ভাসানে বধির হয় অমোক শ্মশান
সেলসম্যান হাসে, দয়ালু ম্যাডাম, একটা ফ্রী স্যাম্পেল টেস্ট করে যান?