শনিবার, ৮ নভেম্বর, ২০১৪

কবিতা - শুভ্র বন্দ্যোপাধ্যায়




 

পরের জোয়ার

শুভ্র বন্দ্যোপাধ্যায়


আমার সামনে কি উঠোন আছে?
একটা দুপুর ক্রমশ ফুলে উঠছে
উপর থেকে দেখা সমুদ্র
মাথায় রাস্তা ও শরীর
এই যে চলা, আয়না বা দৃশ্যহীন বদ্ধ বাক্স
নিজেকে মুহূর্তে শিথিল করছে
খর্বুটে কোনও দিনের সামনে
হাত পাতছি, জোর করে বলছি
আমার প্রকৃত একটা তালু আমার পাশে থাক
এই যে ক্রমশ খাড়া হয়ে উঠছে কেবল পায়ে চলা
চেপে রাখা স্বর্বস্বতা ও কিছুতেই ভাঙতে না পারাগুলো
ভিতরে ঢুকে মাটি তুলছে
শ্বাস বা বাষ্প নয় শুধু মাটি
তোলা থেকে জন্ম হোক সামান্য কাঠ
নৌকা – বারিত্রাস হতে পারবে কিনা জানা নেই
দুপুরের পেটে কিছু যাত্রা রাখা থাকছে
পাথুরে বর্ণের দিকে – পরের জোয়ারেও কি বেরনো যাবে?