শনিবার, ৮ নভেম্বর, ২০১৪

কবিতা – রঞ্জন মৈত্র







তরঙ্গ
রঞ্জন মৈত্র 

একটা ধ্বনি ঢেউ বলে 
সারারাত ট্রাকগুলো বলে 
সামান্য পেন্সিল থেকে খুঁটিবাড়ি ঢাবা ও চেকনাকা 
স্কেচ পেরিয়ে যাচ্ছে ভোর ভয়ো
                     
                     
তোমার ভয় 
তোমার শরৎ সরহদ 
না-মানুষের সরজমিনে বীজ পড়ল 
মূর্ধাবর্ণে চারানো লন্ঠন 

সরল পথটিকে 
সহজ পা দুটি 
মুখের ভিতর ধরেছে কুয়াশা 
বীচ খেয়ে বাড়ির পথ খেয়ে 
সন্ধ্যাই তো 
বাতিতে সদর দরজায় 
বহা ভাষায় ধুয়ে দিচ্ছে বালি 
কথার সঙ্গে আলাপ করছ 
 নিজের বর্ণ ও স্বর 
একটা পাল ও তার ঢেউপথ 
তার আপনহারা নথি 
কখন শরৎ হয়ে এলো