শনিবার, ৮ নভেম্বর, ২০১৪

কবিতা - রুদ্র হক



রুদ্র হক
এক্সিডেন্টাল ট্রেন

লাল এক পুকুরের গায়
হেলে পড়ে আছে এক্সিডেন্টাল ট্রেন
কি এমন অসুখের ঘোরে
লোহার ইঞ্জিন সে থামালো দুপুরে?

পুকুরের গায়
লাল যে ছায়া পড়ে আছে
সে পাতা ফুলের
তাতে আধোমুখ ডুবিয়ে ট্রেন
তাতে বিস্ময়ে বিমূঢ় জলে ডোবা পাখি
ঘুরে ফিরে আসে
আর শরীর বাঁকিয়ে ফিরে যায়
আলোয় রেখায়..

তাকেই ফিরে আসতে দেখি রোজ
আজ হেলে পড়ে আছে ট্রেন
ইষৎ মুখ ডুবিয়ে জলে
মৎস শিকারের ভ্রমে
অপ্রয়োজনীয় মাছ নিয়ে উড়ে চলে যাবে?

অনিদ্রার দেশে
শিশুরা সব পাতাল অভিমুখে গেছে
সেখানে স্বর্ণমুদ্রার দেশে
কতো কি ঘটে..
ফিরে আসবে জরা অভিমুখ হলে

তবে কি নিমজ্জনের ছলে?

এক্সিডেন্টাল ট্রেন...
নাকি বিষ খেয়ে, ঘুরে ফিরে
এখানেই মরতে এসেছিলে?