শনিবার, ৮ নভেম্বর, ২০১৪

কবিতা - ডা. সুকুমার খাঁড়া



ক্ষত

ডা. সুকুমার খাঁড়া


যুবতীর মুখে ব্রণের ক্ষত
শ্রী ফেরাতে চায় মুখের ---
আমি বলি সারা পৃথিবীর মুখে  
ব্রণ আর ক্ষত
সে সব মেরামতে ব্যস্ত আছি
এত রক্তপাত যে বন্ধ করতেই পারছি না,
আমি আবার প্লাস্টিক সার্জারি বিষয়ে অজ্ঞ
পাক-অধিকৃত কাশ্মীর ঘুরে এই মাত্র
মুম্বই গেটওয়ের সমুদ্রতীরে দাঁড়িয়েছি ---
কোথাও পায়ের তলায় খুঁজে পাচ্ছি না মাটি
বৃদ্ধা ধরণীর দিকে তাকাতে পারছি না ---
তোমার দিকেও না।