শনিবার, ৮ নভেম্বর, ২০১৪

ছড়া - কৌশিক ভাদুড়ী



খয়েরিটোলা
কৌশিক ভাদুড়ী

খয়েরিটোলার ফিস দোপাটি
খাওনি এ মা? ফাটা ফাটি।
শাঁখের ভেতর অক্টোপাস
তাও খাওনি? চাখতে চাস?
আজ চলে আয় ভর দুপুরে
সহর খেকে একটু দূরে
যেইখানে এক বাঁশের বনে
ভোমরা বকুল সবাই চেনে
থাকব ত্যাঁদর গাঁটের খাঁজে
শেয়াল ডাকে ঝিঁঝিও বাজে।
দঙ্গলে নয় একলা এসো
নক কোরো না হালকা কেশো
বিলের কথায় ঘাবেরে গেলে?
ঝিলের পাশের একটি ছেলে-
দাওয়াত দিল- বিল মেটাবে 
নইলে কেমন লোক জোটাবে?
কষ্ট উশুল চিজটা দ্যাখার
খেয়েই দ্যাখ না একটা বার।
খবর রেয়ার- এসব খাবার!
তোফা কী বল্ এমনি অফার?
সুযোগ তো নয় কৃষ্ণচূড়ো-
দিলেই হাওয়া ঝড়বে ঝুরো।