শনিবার, ৮ নভেম্বর, ২০১৪

কবিতা - দেবাশিস কোনার


২০ সেপ্টেম্বর ,২০১৪

দেবাশিস কোনার


আর তোমাকে , সেই বালুকাবেলার মতো লাগে না ;
তুমি শুধু প্রয়াসের নিভৃত ইতিহাস

সেজন্য এখন একা এই নিশীথে ফিরে দেখি
পাপড়ির কারুকাজ , বৃত্তির কর্মকাণ্ড , স্তবকের বিন্যাস
ফুলের রূপ - রস - গন্ধের সাথে প্রতিস্থাপন

এখন ঘূর্ণাবর্তে থামে অন্দোলিত ছায়া শরীর
মধুপের ধেয়ে আসা গুঞ্জন
এখন বাতাস চায় প্রত্যাশার গভীরের ঘ্রাণ - - - 
শিকড় সমেত গর্ভকোষে পাক খায় রেণুর অমৃত

তবুও রাজপথ ডেকে আনে গভীর রাত্রি , উপেক্ষিত
অন্ধকারের পাতাল  , উতরাইয়ের মহাফেজখানা
আর তুমি , তৃণ নও , ঊষাকালের বিভ্রম
তুমি নদীও নও , তুমি এক তারার চমক