শনিবার, ৮ নভেম্বর, ২০১৪

কবিতা - অর্ঘ্য দে


তলপেটের যন্ত্র                             

অর্ঘ্য দে    


ধনুক ভাঙা অথবা মাছের চোখে তির মারা
এইসব কেবল মাত্র পৌরাণিক গল্প
তোমাকে পাবার মাধ্যমগুলো
হারিয়েছি ধারাবাহিকভাবে...
#      
তোমার নরম কাঠামো ধরবো বলে
আগ্নেয়াস্ত্রর গরমে হাত শক্ত করিনি।
ব্রহ্মাস্ত্রের শারিরীক রূপান্তর ঘটেছে
তলপেটের যন্ত্রে, ব্রহ্মার ইচ্ছেতেই.....
#
পৌরুষের আসল রিভালবার                                   
জৈবিক নিয়ম মেনে                                              
আমার অধিকারে এসেছে জন্মসূত্রে।
#                              
তোমাকে পুরোপুরিভাবে পাবো বলেই       
অত্যাধুনিক হয়েছি
আমার আধুনিক বন্দুকের প্রয়োজন নেই।