একটি রাত্রিকালীন ধন্যবাদ
সৌরভ বিশ্বাস
সদ্যোজাত এই আলোতে
বেলা একটার সাথে লেপ্টে যাচ্ছে
ভোরবেলার রেনকোট .
দলা পাকানো এই সময়ে
আমার ভেঙ্গে যাচ্ছে সমস্ত দরজা .
বিচ্ছিরি হেডফোনের মতো জড়িয়ে যাচ্ছে
প্রশ্নচিন্হ বন্ধুদের তৎসম জীবন।
তার থেকে খানিক সরে এসে
প্রত্যেকদিন রাতে আরেকবার জেগে উঠছি আমি
গোটা একটা দিন বাঁচিয়ে রাখবার জন্য
ধন্যবাদ জানাচ্ছি কবিতাকে .
সদ্যোজাত এই আলোতে
বেলা একটার সাথে লেপ্টে যাচ্ছে
ভোরবেলার রেনকোট .
দলা পাকানো এই সময়ে
আমার ভেঙ্গে যাচ্ছে সমস্ত দরজা .
বিচ্ছিরি হেডফোনের মতো জড়িয়ে যাচ্ছে
প্রশ্নচিন্হ বন্ধুদের তৎসম জীবন।
তার থেকে খানিক সরে এসে
প্রত্যেকদিন রাতে আরেকবার জেগে উঠছি আমি
গোটা একটা দিন বাঁচিয়ে রাখবার জন্য
ধন্যবাদ জানাচ্ছি কবিতাকে .
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন