প্রেম অথবা প্রেম
কচি রেজা
চুমু খেতে খেতে মা ডেকেও দেখেছি তুমি সাড়া দিয়েছ প্রেম
খুশির পাশ দিয়ে যেতে যেতে তাকিয়ে দেখেছি ব্লেডের বিষ্মিত মুখ
হাতের নাভি চেটেছি
বাঁকানো পাঁজর জিহ্বভা
শুধু যে তিলটা বহুদিন জামার ভিতরে দেখাতে পারিনি
ভীষণ সসঙ্কোচের সেই গোলাপি পিঠ
মৃত্যুর পরে ঘষে ঘষে স্নান করাবে, তারা কিন্তু দেখবে
আর ভাববে
কেউ একবার ছুঁলে বিখ্যাত হয়ে যেত এই তিল
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন