মঙ্গলবার, অক্টোবর ০১, ২০১৩
কবিতা
দেবতা
রাজেশ চন্দ্র দেবনাথ
শ্বাস ছেড়ে এইমাত্র ছুটল
শব্দের বাজিকর
কথা রাখেনি যে পাখি
অবিকল নিঃস্ব স্বর ।
অবিশ্বাস প্রতিটি বৃক্ষের পাতায়
কামুক রাত্রি যার
ছায়ার বুকে জিভ মাখিয়ে
জীবাশ্ম মাটির হাড় ।
প্রৌঢ় চাঁদে এক মুঠো কাহিনী
পরিণতি খুঁজে অবিরত
প্রতিটি ষ্টেশনে ঘুমিয়ে
নেশাড়ু দেবতা শতশত ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন