রোদ কলসের দ্রোহ
বিপ্লব গঙ্গোপাধ্যায়
১
বিপ্লব গঙ্গোপাধ্যায়
১
ছায়ামেঘ
উড়ে উড়ে উ--- ড়ে
জলের আয়নামুখ দখল করেছে
স্কিনটাইট রাঙামাটি
পায়ের একান্ত নীচে
আনুগত্য লিখে রাখল আজ
উড়ে উড়ে উ--- ড়ে
জলের আয়নামুখ দখল করেছে
স্কিনটাইট রাঙামাটি
পায়ের একান্ত নীচে
আনুগত্য লিখে রাখল আজ
২
ঝলসে যাওয়া রোদকলস
গড়িয়ে পরছে
বাষ্প মায়া
সামিয়ানা নেই ছাতাও
সন্তাপ
অশ্রুর ঢাকনা খুলে ভিজেপথ
৩
দেখুক
যার সাধ আস্বাদযোগ্য
অপ্রকাশ ইচ্ছে পুড়িয়ে দূরে
মুক্তপুরুষ
বসে থাকো
৪
কাজলের ছোপ
বিরামচিহ্নের মত হল্ট স্টেশন
দেখি
পেরিয়ে যাচ্ছি সাঁঝবাতি
আলোর কুয়াশা
দিনলিপি
বিজন গৈরিক পথ
নামতা স্যারের মুখ
ঝাপসা হয়ে আসে
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন