মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৩

কবিতা – উল্কা

অযোগবাহ
উল্কা



চিঠির পেট থেকে একরোখা ছক তুলে
মনের আগামি সকাল ভরে দেব
নক্সি তারার ছটায়...

ভুমধ্য সাগরীয় বসন্ত পুহিয়ে
ফিরে এসেছে ইউক্রেন শিশুকাল।

তাদের নিরলস উষ্ণতা
আরাম মুকুবে বাগ মানে না
শীতের সাইরেন
                     চেনা বাতিরুম

ফাঁসুড়ে কাঁটায় আজ বুনে নেবে
পাঁচ হাত লাল মাফলার