পারাপার
প্রসেনজিৎ দত্ত
পান
দ্বিরাগমনে সুখ পেল না ঘর।
পথ পারানির সাঁকো হতে চেয়েছিলি তুই?
প্রশ্নচিহ্নের বর্ষাকালে ডুবে গেছে আকাশ,
ডুবে গেছে মেঘ...
বৃষ্টির জলে নৌকাডুবি!
ডুব, তৃষ্ণা পেয়েছে তোর?
ইহকাল, জল নিয়ে আয়—
গন্তব্যের পথ কখনও দাম্পত্য পাবে না!
পারাপার
সোপান বোঝেনি সিঁড়ি—
প্রতি স্তরে পুড়ে যাচ্ছ আগুনমুখো!
সাতজন্ম জুড়ে সকাল নেই,
সাতঘূর্ণির জন্মান্তরে চুক্তির বিদায় তিথি
কোর্টকাছারির খামার তবু ভাল্লাগে না
কাগজ লেখা প্রেম আমার
পরকীয়া বলে অবিশ্বাস করলি!
পান
দ্বিরাগমনে সুখ পেল না ঘর।
পথ পারানির সাঁকো হতে চেয়েছিলি তুই?
প্রশ্নচিহ্নের বর্ষাকালে ডুবে গেছে আকাশ,
ডুবে গেছে মেঘ...
বৃষ্টির জলে নৌকাডুবি!
ডুব, তৃষ্ণা পেয়েছে তোর?
ইহকাল, জল নিয়ে আয়—
গন্তব্যের পথ কখনও দাম্পত্য পাবে না!
পারাপার
সোপান বোঝেনি সিঁড়ি—
প্রতি স্তরে পুড়ে যাচ্ছ আগুনমুখো!
সাতজন্ম জুড়ে সকাল নেই,
সাতঘূর্ণির জন্মান্তরে চুক্তির বিদায় তিথি
কোর্টকাছারির খামার তবু ভাল্লাগে না
কাগজ লেখা প্রেম আমার
পরকীয়া বলে অবিশ্বাস করলি!
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন