কে আর আমার মতো
তন্ময় হালদার
কেজো মানুষ সব ব্যস্ত
জানান দেয় বন্ধুরা শনিবার
এক ডাকেতে অনেক শেয়াল ডাকে
ধোঁয়ায় ধোঁয়ায় সন্ধে বাড়ে,কাস্টিং
মাথায় অনেক রকম পাখির চলাফেরা
বাসা বেঁধেও থাকছে কোনো পাখি
এবার আড্ডা ছাড়ব নাকি বাসা?
পালাচ্ছি,কেউ না বুঝুক
আকাশ জুড়ে শাওয়ার খোলা
রাস্তা ভাঙা নদীর পাড়
কে আর আমার মতো পাখি ডাকে
আমার মতো ফোন তোলে না
ইমেজ ঢেকুর,সামনে স্বপ্নের লন
প্রোমোটারি কারবার।অন্যের হাত ধরে সে
আমার ডাক অনেক পাখির মতো না
কে আর আমার মতো
ফোনটা সুইচ অফ্
কেজো মানুষ সব ব্যস্ত
জানান দেয় বন্ধুরা শনিবার
এক ডাকেতে অনেক শেয়াল ডাকে
ধোঁয়ায় ধোঁয়ায় সন্ধে বাড়ে,কাস্টিং
মাথায় অনেক রকম পাখির চলাফেরা
বাসা বেঁধেও থাকছে কোনো পাখি
এবার আড্ডা ছাড়ব নাকি বাসা?
পালাচ্ছি,কেউ না বুঝুক
আকাশ জুড়ে শাওয়ার খোলা
রাস্তা ভাঙা নদীর পাড়
কে আর আমার মতো পাখি ডাকে
আমার মতো ফোন তোলে না
ইমেজ ঢেকুর,সামনে স্বপ্নের লন
প্রোমোটারি কারবার।অন্যের হাত ধরে সে
আমার ডাক অনেক পাখির মতো না
কে আর আমার মতো
ফোনটা সুইচ অফ্
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন