মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৩

কবিতা - দেবজ্যোতি দাস

বৃত্ত দেবজ্যোতি দাস



দুটি মানবী বৃত্ত; নীল রঙ এ আঁকা
সস্তার সংগ্রামে কখনও পণ্য কখনও একা।
নিভৃতে দুতি হাত কিনে ফেলে সুখ,
হারানোর লজ্জায় একা কাঁদে মুখ
সেতারের ছেঁরা তারে বেজে ওঠে চিৎকার
উষ্নতার ক্যানভাসে সতীত্বের সৎকার
বৃত্ত তার একার নয়, কেনাবেচা পণ্য।