বর্ষা সুদীপ্তা চ্যাটার্জ্জী
নেমে আসা মেঘের বুকে
ভেজা লেবু ফুল ঘ্রাণ
ছায়া নুয়ে এলে
কার্নিস ঘেঁষে
ভুলে যাওয়া বালাপোশ
এরপর ঝেঁপে বৃষ্টি এলে
ধান মাপার গানে সরগরম
ছুটির দুপুর
বছর গড়িয়ে যায়
অথচ নিপুণ বেঁচে থাকাগুলো
জানে না বর্ষা পেরালে
উদ্দাম ভেজার দিন আর আসবে না ...
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন