মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৩

কবিতা - অলভ্য ঘোষ

ভারচুয়াল প্রেম
অলভ্য ঘোষ



তুমি আমায় পছন্দ কর ?
ক্লিক করে দাও লাইকে ।
উপহার পাঠাতে চাও ?
পাঠিয়ে দাও একগাদা
গোলাপ ফুলের ছবি ।
আমি গন্ধ খুঁজ-বোনা দু চোখ
ভরে শুধু দেখব তোমাকে ।
তুমিও আমাকে দেখতে চাও;
চাও উষ্ণতা নিতে ?
কল কর ভি ডি ও চ্যাট অবসানে ।
তুমি আমায় ভালবাস ?
একটা ছোট্ট ম্যাসেজ করে দাও
আই লাভ ইউ ।
আমি বুঝে যাব তোমার
ভালবাসার গভীরতা ।

কিন্তু প্লীজ রক্ত মাংসের আমাকে
দেখতে চেও না । আমার অনেক
কদর্যতা আছে । এক তরফা
দেখলে তুমি শুধু আমাকে ওপর
ওপর দেখতে পাও ।
থ্রি ডায়মেনসানে বুঝবে
আমারও অনেক জটিলতা , অজ্ঞতা ,
খামতি আছে ।
তোমার ও কী তাই ?
কী বলছ ; পুরু মেকআপ করা মুখে ;
ধুর পাগল ঘামে আর আকাক্ষ্মায়
কোন আস্তরণয়ই থাকে না ঘনিষ্ঠ
মুহূর্তে । পিয়াজের খোলার মতো
একটা একটা পাপড়ি ছাড়িয়ে
নিজেদের বুঝে ফেলার পর যদি এ
প্রেমের ঝাঁজ না টেকে ! তার চেয়ে
ভাল তুমি থাক শুধু একটা ইমেজে
বাঁধানো ছবির ফ্রেমে । হৃদয়ের
অ্যালবামে তোমার পাতা উলটে
দেখব ;
যখন ওয়েব লিংক খুঁজে পাব না ।