শীতের কবিতা
গৌরব চক্রবর্তী
এমনও হয়- পূর্বজন্মগুলো পরপর খুলে পড়তে থাকে
খোলা রাস্তার ওপর
নিঝুম একটা অভ্যাসের নাম ...
অথচ কুয়াশার ভারে ক্রমশ নুয়ে পড়া মেঘ
সুইপার ঝাড়ু মেরে সরিয়ে ফেলেছে সব স্মৃতি
একা আমি, নির্জন চৌকাঠে চিহ্ন সামলে রেখেছি
প্রকৃত শমনের মত ধারালো হাওয়ার ব্লেড
টুকরো করছে ঠাণ্ডা মন, সহজ প্রস্তাব, আলো
দু’চোখে নিঝুম এসে বসা- যেন পাখি
যেন তার সুবিশাল ডানার ঝাপট এসে পাক খাবে বুকে
এ কোন ভিনগ্রহীদেবী তুমি জানলায় স্থির?
যেখানে স্মৃতির মত চুল উড়ে আসে ...
এমনও হয়- পূর্বজন্মগুলো পরপর খুলে পড়তে থাকে
খোলা রাস্তার ওপর
নিঝুম একটা অভ্যাসের নাম ...
অথচ কুয়াশার ভারে ক্রমশ নুয়ে পড়া মেঘ
সুইপার ঝাড়ু মেরে সরিয়ে ফেলেছে সব স্মৃতি
একা আমি, নির্জন চৌকাঠে চিহ্ন সামলে রেখেছি
প্রকৃত শমনের মত ধারালো হাওয়ার ব্লেড
টুকরো করছে ঠাণ্ডা মন, সহজ প্রস্তাব, আলো
দু’চোখে নিঝুম এসে বসা- যেন পাখি
যেন তার সুবিশাল ডানার ঝাপট এসে পাক খাবে বুকে
এ কোন ভিনগ্রহীদেবী তুমি জানলায় স্থির?
যেখানে স্মৃতির মত চুল উড়ে আসে ...
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন