এই উচ্চারণ, রকমফের
মধুছন্দা মিত্র ঘোষ
১।।
নিঃসঙ্গ চাতকের মতো , ক্রমাগত ছুঁয়ে যাই জন্মান্তর …… ঠায়ে বসে থাকে নিঃশব্দ ভবিতব্য …… মুঠো বেয়ে নেমে আসে , রঙচটা মুহূর্ত …… বাতিল বিকেলসহ অহেতুক গোধূলি মায়া …… ছিমছাম ভিড়ে হঠাৎই হারিয়ে যাওয়া একাকীত্ব …… যেখান থেকে দেখা যাচ্ছে , প্রেম ও তোয়াক্কা না মানা গোপন আঁতাত …..
২।।
দু হাত দুরেই গোপন পরকীয়া প্রস্তাব …… ফিচেল হাওয়ায় অনিশ্চিত ভিজে ওঠা …… আগল ছাড়া উঁকিঝুঁকি চৌকাঠ ডিঙানো , ইচ্ছাদুপুর …… মজলিশি আয়োজনে নিজস্ব কাম ও পরিপাঠ্য …… চমৎকার বাচালতায় অচেনা পুরুষ স্পর্শ …… যাপিতজীবন হাতরিয়ে , এক আধটুক সম্পর্ক ভাবনা ……
৩।।
খুনসুটি মেতে ওঠে বিছানা – চাদর – বালিশ …… শিউরে ওঠা রোমাঞ্চে ফিরে আসে মহার্ঘ প্রেম …… চেনা হয়ে যায় , হাওয়ার বদল …… জলবায়ুর পূর্বাভাস …… এই আয়োজন অথবা লক্ষ্যভেদ …… দৃশ্যত আলগোছ সুখের গভীরতায় বহমান সম্পর্কের গুঢ়তত্ত্বগুলি ……
১।।
নিঃসঙ্গ চাতকের মতো , ক্রমাগত ছুঁয়ে যাই জন্মান্তর …… ঠায়ে বসে থাকে নিঃশব্দ ভবিতব্য …… মুঠো বেয়ে নেমে আসে , রঙচটা মুহূর্ত …… বাতিল বিকেলসহ অহেতুক গোধূলি মায়া …… ছিমছাম ভিড়ে হঠাৎই হারিয়ে যাওয়া একাকীত্ব …… যেখান থেকে দেখা যাচ্ছে , প্রেম ও তোয়াক্কা না মানা গোপন আঁতাত …..
২।।
দু হাত দুরেই গোপন পরকীয়া প্রস্তাব …… ফিচেল হাওয়ায় অনিশ্চিত ভিজে ওঠা …… আগল ছাড়া উঁকিঝুঁকি চৌকাঠ ডিঙানো , ইচ্ছাদুপুর …… মজলিশি আয়োজনে নিজস্ব কাম ও পরিপাঠ্য …… চমৎকার বাচালতায় অচেনা পুরুষ স্পর্শ …… যাপিতজীবন হাতরিয়ে , এক আধটুক সম্পর্ক ভাবনা ……
৩।।
খুনসুটি মেতে ওঠে বিছানা – চাদর – বালিশ …… শিউরে ওঠা রোমাঞ্চে ফিরে আসে মহার্ঘ প্রেম …… চেনা হয়ে যায় , হাওয়ার বদল …… জলবায়ুর পূর্বাভাস …… এই আয়োজন অথবা লক্ষ্যভেদ …… দৃশ্যত আলগোছ সুখের গভীরতায় বহমান সম্পর্কের গুঢ়তত্ত্বগুলি ……
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন