মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৩

কবিতা – অভিনন্দন মুখোপাধ্যায়

অভিনন্দন মুখোপাধ্যায়
নোটেশ্‌ন



প্রাসঙ্গিক হুইসেলে লেগে আছে মুলতানি মাটির রং।
তোমার আমার মাঝে বছর সেরা লেভেল ক্রসিং পড়ে গ্যাছে,
মানবিক স্টেশন সংলগ্ন মায়ায় দাঁড়িয়েছো নির্ভার,
আমার কোনো জুতো নেই,বহুমুখি ছায়ার ঘূর্ণন নেই
তবু এই তুলে দিলাম অন্ধ লিরিক,
অতিথি পিয়ানোর সারাৎসারযুক্ত প্রগাড়তা।

এরপর আমাকে নোটেশ্‌নে বেঁধে গেয়ে বেড়াও ট্রেনে ট্রেনে