মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৩

কবিতা – ইন্দ্রনীল বক্সী

দ্বিধা
ইন্দ্রনীল বক্সী




এলোমেলো বৃষ্টিতে ভিজে হাতে বারান্দায়
পায়চারি – ভুমিকারা এভাঁজে ওভাঁজে
কেরানী টেবিলচেয়ার হাতল ধরে
রকমারি পরে...
ঐ জগ জলে অর্ধেক খালি বা
ভর্তির তত্ত্ব নিছক ঘুমটানা গাড়িদের মতো
এপাড় ওপাড়

কাগজে কাগজে গুস্তাখ দাঁড়িদের সাথে
নাগাড়ে দৌড়ে চলেছে
তিন হাতওয়ালা পাখাদের হাওয়াবাজি

কোষাকুশি ঠন ঠনে কালীবাড়ি
বা ভিজে হ্যারিকেন
গোড়াতেই নস্টালজিক সিনড্রোম
গাধোয়া জলের মতো ধুয়ে চলে যায়
অবিরত আত্মগোপন