মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৩

কবিতা - প্রদ্যুৎ প্রকাশ রায়

সৃষ্টি তত্ত্ব
প্রদ্যুৎ প্রকাশ রায়



ঈশ্বর যখন
আর একবার আমাকে সৃষ্টি করে
আমার দ্বারা গড়ে উঠুক,
ধৈর্যবাদী জাতীয়তা ।
অখণ্ড মণ্ডলে দেখি নিষ্ঠার অন্ধকার,
প্রাণবন্ত সরীসৃপের মতো
বেয়ে উঠি বছরের পরে শতাব্দী ।
তারপর সংঘাত
তারপর নতুন এক নাম নিয়ে
এসেছিল আদম আর ইভ ।