মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৩

দুটি কবিতা - অনীক ত্রিবেদী

শিল্পীর দ্বন্দ্ব
অনীক ত্রিবেদী


আমার গীটার আমার ভালোবাসা ।
সুর মোহনায় ভাসমান মাস্তুল।
এসব দেখে অনেক মানুষ বলে,
শিল্পী হওয়ার পথ টা নাকি ভুল ।

অল্প বয়স দেখে সবাই বলে
“স্রোতের হাওয়ায় স্বপ্ন রাজ্যে ভাসি।”
তবুও যখন গীটার টা হাতে পাই

কম্পোজ আর গাইতেই ভালোবাসি।

উনিশ কুড়ি টিনেজ যত আছে,
আমার গানে নাচে ওরা খুব ।
সভ্য ভদ্র মানুষ জনের কাছে

রকস্টার নই জীবন্ত উজবুক।

আমার গানে প্রাণ খুঁজে পায় যারা
তারাই বলে “আমার নাকি হবে।”
প্রশ্ন রইল আপামর গুণীজন

র‍্যাপ,রক কি শিল্পই নয় তবে ?



অনুরতি

অনেকটা পথ এক রাস্তায় হেঁটে
“চাঁদের কলঙ্ক আমি” – জানবার পর,
উত্তর কিছু মেলাতে পারিনি আজও।
সাজিয়ে রেখেছি ব্যথার বাসর ঘর।

অনেক দুঃখ সহ্য করার পরেও
ভালোবেসেছি, বুঝিনি কিসের টানে।
সবাই অনেক তত্ত্ব কথা শোনায়
কেউ বোঝে না ‘রিয়েল লাভ’-এর মানে।