মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৩

কবিতা - যশোধরা রায়চৌধুরী

বৃষ্টি
যশোধরা রায়চৌধুরী



মেঘখানি হয়ে ওঠে গাঢ়
তারপরে, বৃষ্টি, আরো বাড়ো
বৃষ্টি বেড়ে বাড়তে বাড়তে ফুলে
ফেঁপে ওঠে, কালিন্দীর কূলে
দুলতে থাকে মেঘের নৌকোও
নৌকোয় রাজকন্যা, শোও
বৃষ্টি , তুমি রাজকন্যা আজ
মাথায় জলের ঝাপটা সাজ

2 comments:

Animesh Singha বলেছেন...

বাহ বেশ সুন্দর ...@ যশোধরা রায়চৌধুরী

নীলাঞ্জন শাণ্ডিল্য বলেছেন...

সুলিখিত প্রবন্ধ।