সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪

কবিতা - সরদার ফারুক


স্বীকারোক্তি
সরদার ফারুক

আমিও মিথ্যে কথা বলা শিখে গেছি কাল্পনিক আত্মীয়ার মৃত্যুসংবাদ জানিয়ে
ছুটি নিয়ে বসে আছি আসলে তিন-চার লাইনের একটা এপিটাফ লেখা দরকার

গতকাল এক কবিকে বলেছি -- ছন্দ ব্যাপারটা অন্তর্বাসের মতো ,ভেতরে রাখতে হয়
খ্যাতিমান অগ্রজকে বললাম -- মহৎ পাগলামি ছাড়া আর সব লেখা মুদিদের হিসেব-রাখার খাতা
আয়নার সামনে দাঁড়িয়ে বুঝতে পেরেছি ,আমার পূর্বপুরুষেরা কেউ মোগল-পাঠান নয়
নিচে  গোলমাল শুনে নেমে আসি পাশের বাড়িতে এক তরুণীর লাশ পাওয়া গেছে
পাছে আমাকেই খুনী ভেবে বসে , এই ভেবে পালাতেই হলো একবার কবিরাজি-বই কিনে
বেশ কিছুদিন গর্ভপাতের নিয়ম শিখেছি

পুলিশের সাথে কোনো শত্রুতা নেই ,তবু সবসময় ওরা আমাকেই সন্দেহের চোখে দেখে
শেষ কবে সিনেমা দেখেছি ,কার সর্বাঙ্গে চুমু খেয়েছি ,কী আশ্চর্য , মনে পড়ছে না !
অভাবী মেয়েটার শীতল শরীর ছুঁয়ে একবার শিউরে উঠেছি আপনারা জানেন ,আমি কোনো নেক্রোফিলিয়াক নই

রাজনীতি-করা-লোকদের ঠোঁট আর জিহ্বার কারুকাজ,সকলের মতো আমিও দেখেছি এখন আর দেশের ভবিষ নিয়ে সবিশেষ চিন্তা করি না
আরেক কাপ চা খাবো ,আরেকটা সিগারেট ধরাবো .তারপর লিখে ফেলবো আরো কিছু অর্থহীন বাক্য