শারদ
রণদেব দাশগুপ্ত
মালা থেকে ফুল খসে পড়ে | ফুল থেকে পাপড়ি | পাপড়ি থেকে ঘ্রাণ | অনিন্দ্য প্রতিমা থেকে রোদ
সরে যায় | ক্রমাগত
| ব্যক্তিগত
বারান্দার দিকে | সকল আলো
ও প্রার্থনা দীর্ঘ আয়ু চায় | শঙ্খধ্বনি
থেমে গেলে মনস্কাম একা জেগে থাকে | রোদ্দুরের আশেপাশে ঘোরাঘুরি করে যায় পদ্মচোখ, মায়াবী বিকাল | সকল নিঃশব্দ হলে মন্দিরের
কাছে আসি | একা একা
| চেয়ে দেখি
বসে আছে, তোমার অযথা
অভিমান | অলৌকিক
দেবীমূর্তি, বেদীমূলে
ঘট ও পল্লব - বিশ্বাসের একান্ত বাগান | ঘটনা তবুও ঝরে, ঝরে যায় - রেখে যায় অকাতর ঘ্রাণ |
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন