সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪

কবিতা - সায়ন্তন সাহা



সংক্রান্তির ঝাঁপ
সায়ন্তন সাহা
অনির্বাণের কাছে দেবতার মৃত্যু
ঘটেছিল নিজের মৃত্যুর অনেক আগেই
একথা কেউ না জানলেও আমি জানি
যে মেয়েটি গ্রামের সবার জন্য
আগুন আনতে গিয়েছিল দেবতার কাছে
সংক্রান্তির দিন ঝাঁপ দিল অন্ধকারে
সারা ঘরে দিস্তা দিস্তা কাগজ এবং যথেষ্ট
পরিমান দাহ্য মজুত
দেখি কোন শালা
খিদের ঘরে আগুন লাগায়