সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪

কবিতা - রাণা বসু



নিঃশব্দ
রাণা বসু


নিঃশব্দ হাতে রাখি পরতে চাই না
তুমি এসে নিভিয়ে দিও সমস্ত মোমবাতি
এখনও দিনের আলোর মত
পরিস্কার করতে পারিনি সবকিছু
তুমি শক্ত হতে শিখেছ জানি
আমাকেও পারলে বোলো সেই পথ

কোনো কাগজে লিখতে পারিনি নাম
তুমি লিখে নিও

শুধু পথ বাতলে দিও আমায়