সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪

গুচ্ছ কবিতা - রাজর্ষি মজুমদার



রাজর্ষি মজুমদারের গুচ্ছ কবিতা ...

পৃক্ত
ক্রীং আসলে একটা চিন্তাধারা
একে ফুটিয়ে তোলা যায়
নেড়ে দিলে পৃক্ততা আসে দ্রবণে

সে রকম তোমায় মাখছি
কচি বয়সের আশকারা
থিতিয়ে পড়ছে এখন

হে নেমীনাথ,
আরেকটু বিষ দাও
বেহেস্তের তারিফ করি খেতে খেতে

ক্ষমা
আমার কিছু টাকা চুরি গেল এর থেকেও কম টাকার জন্যে শুনেছি ভারতে খুন খারাপি হয়ে যায়সে টাকা হারিয়ে আমার নিজেকে বড়লোক মনে হয় হাততালি দিয়ে উঠি আনন্দে যে প্রেম তোমার পাশে বাড়ে - তাকে আমি ঘুষ খাইয়েছি সযত্নে ফাঁপরে পড়ে সিনেমা ছেড়ে হেঁটে গেছি গঙ্গাপাড় সাত টাকায় বাদাম খেয়েছি দুজন
শুধু ফেরার সময় যেন হাতে হাত, মেয়েটির চেনা চোখে মেঘ আর মনে মনে টাকা কে ক্ষমা করে দিচ্ছি আমি

ধুন

কপালের টীক আসলে চাঁদ পানা
সে মন খারাপ হলে মেট্রোয় ঝাঁপাবে বলেছে

এসব আকাশী আস্কারা
আজকাল সবাই হারাচ্ছে
টুপটাপ চুমকিতে সেজে উঠছে
ফ্রি জোন ...

চার চাকাওয়ালা , প্রশস্ত হাইওয়ে জানে
চাঁদ কীভাবে হাওয়া হয় ,
কুকুরের অসুখ সেজে পৃথিবীতে নেমে আসে