সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪

কবিতা - সুতীর্থ মুখার্জী



তিন মাসের ব্যর্থতা
সুতীর্থ মুখার্জী

ভেঙেছি মরীচিকা, পেয়েছি আলো
বালিশের তলা থেকে কুড়িয়েছি চুল
মুখচোরা খুচরোয় স্খলিত জীবন,
আজ রাতে হানা দেবে ধূলো জমা তাকে

ঘুপচি সে গলিতে,
আলো খেলে ধূলোপথে,
পাতার গন্ধে শীতকাল থাকে, বেঁচে থাকে ...

শ্রাবণের জলে আর আষাঢ়ের তেলে
ইস ! কি ভুল, কি ভুল ছিল তার পিছু নেওয়া !
লজ্জায়, শরমে স্নানঘরে লাজুক
মেঘগুলো খসে পড়ে শাওয়ারের জল হয়ে


আদর আর আব্দার শালপাতা হয়ে যাক
স্মৃতির কমছে আয়ু - ক্ষয়ে আর ভয়ে ...